নির্বাচনের আগে যেমনটা পূর্বাভাষ করা হয়েছিল ঠিক যেন তেমনটাই ঘটতে চলেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে। এখন পর্যন্ত পাওয়া নির্বাচনী ফলে কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটরা। অন্যদিকে উচ্চকক্ষ বলে পরিচিত সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অনলাইন বিবিসি ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে। এতে বলা হচ্ছে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে যাওয়ায় মারাত্মক এক আঘাত হানা হচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। অন্যদিকে, ইন্ডিয়ানা, টেক্সাস ও নর্থ ডাকোটার মতো গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকানরা। আগামী ২০২০ সালের আগে যুক্তরাষ্ট্রে আর জাতীয় কোনো নির্বাচন হচ্ছে না। এ সময়ে প্রতিনিধি পরিষদে বিরোধী দল ডেমোক্রেটদের নিয়েই তাকে বাকি ২ বছর পাড় করতে হবে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি গণভোট হিসেবে দেখা হয়।
সিএনএনের প্রজেকশনে বলা হচ্ছে, রিপাবলিকানরা সিনেটে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ানা ও নর্থ ডাকোটায় ডেমোক্রেট দলের সিনেটরদের পরাজিত করার মাধ্যমে তারা সিনেট তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। এ রিপোর্ট লিখার সময়ে সিএনএনের প্রজেকশন বলছে সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫০। অন্যদিকে ডেমোক্রেটদের আসন সংখ্যা ৩৮। আর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৬১। রিপাবলিকানদের ১৬৩। তবে এ রিপোর্ট চূড়ান্ত নয়। এখনও অনেক আসনের ভোট গণনা চলছে। ফলে ক্ষণে ক্ষণে এ ফল পরিবর্তন হচ্ছে। গতকাল দেশটিতে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হয়। এতে লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here