জাতীয় পার্টি (জাপা)-এর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।  সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ মনোনয়নপত্র সংগ্রহ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এরশাদের পরপরই জাপার সিনিয়র নেতারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। সকলের পূর্ণ সমর্থন পেলে জাপা ক্ষমতায় যাবে। এসময় নির্বাচনী লড়াইয়ে সবাইকে একসঙ্গে থাকারও অনুরোধ করেন এরশাদ। এদিকে পূর্ব নির্ধারিত দলীয় মনোনয়ন ফরম তিনি নিজে ৩০ হাজার টাকায় সংগ্রহ করে পার্টির নেতাকর্মীদের জন্য ১০ হাজার টাকা কমিয়ে ২০ হাজার টাকা করে দেন ।
এরশাদ এ বছর তিনটি আসনে থেকে নির্বাচন করতে চান। এগুলো হচ্ছে ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪। গতকাল তিনি ঢাকা-১৭ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here