পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী

0
57

বাংলা খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) কেবিন ম্যাকঅ্যালিনান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহে নতুন মন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে জানিয়েছেন। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ম্যাকঅ্যালিনান হলেন চতুর্থ ব্যক্তি যিনি নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। শুক্রবার অ্যালিনান তার পদত্যাগপত্র জমা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান।

ট্রাম্প বলেছেন, ৪৮ বছর বয়সী ম্যাকঅ্যালিনান নিজের পরিবারের সঙ্গে এবং ব্যক্তিগত কাজে বেশি সময় ব্যয় করতে চান।

ম্যাকঅ্যালিনান নিজেও তার টুইটার পেইজে এক বিবৃতি দিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। রাজধানী ওয়াশিংটনে একদল বিক্ষোভকারীর ব্যাপক প্রতিবাদের মুখে কয়েকদিন আগে ম্যাকঅ্যালিনান একটি বিতর্ক মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন।

বিক্ষোভকারীরা সেসময় অভিবাসন প্রত্যাশীদের ওপর মার্কিন সীমান্তরক্ষীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে অ্যালিনানকে মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য করেন। এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here