ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমারের জীবনাবসান হয়েছে। সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেন্দ্রীয় রাসায়নিক, সার ও সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। হাসপাতাল সুত্রে বলা হয়েছে, তিনি ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন ধরেই তাকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন অনন্ত কুমার। হুবলি থেকে কলা বিভাগে স্নাতক হয়ে তিনি এলএলবি পাস করেন।

তারপরেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। অনন্ত কুমার টানা ৬বার ব্যাঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, অনন্ত কুমারের মতো বন্ধু ও সহকর্মীর মৃত্যুতে গভীর শোকাহত। একজন নামী নেতা ছিলেন তিনি। খুব ছোটবেলা থেকে রাজনীতিতে এসে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তার কাজের জন্য মানুষ তাকে মনে রাখবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন অনন্ত কুমারজি। এক হাতে সামলেছেন একাধিক দফতর। বিজেপির সংগঠন শক্তিশালী করতেও তার অবদান অনস্বীকার্য। এলাকায় মানুষ যখন তাকে চেয়েছেন তখনই পাশে পেয়েছেন। বিজেপি নেতারাও অনন্ত কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অনন্ত কুমারের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে। অনন্তকুমারের মৃত্যুতে কর্ণাটকে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here