নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া বৈঠকে গণভবনে আজকের মিটিং-এর বিষয়ে ইসির কাছে অভিযোগ করেছে নেতৃবৃন্দ।

আজ বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে কমিশন কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচনে থাকা নির্ভর করছে বর্তমান কমিশন ও নির্বাচনকালীন সরকারের ওপর। তফসিল পেছানোর বিষয় ইসি আলোচনা করে জানাবে বলেও উল্লেখ করেন ফখরুল।

নয়পল্টনে আজকের ঘটনা অশুভ লক্ষণ বলে মন্তব্য করেন তিনি। বলেন, গণভবনে মিটিংয়ের বিষয়ে ইসির কাছে অভিযোগের প্রেক্ষিতে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। এছাড়া বিএনপি অফিসের সামনে আজকের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ইসি।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা সবসময় বলতে আসি ইসিতে।ওনারা বলেন, শুধু দেখবেন। তারা কতটুকু দেখেন সেটা জাতি বিবেচনা করবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, নাগরিক ঐক্যের এস এম আকরাম। বেলা সাড়ে তিনটা থেকে বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here