রুনি নিজের নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনের জন্য প্রীতি ম্যাচটি খেলতে সম্মত হন। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচটির নামও তাই রাখা হয় ‘দ্য ওয়েইন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’র নামে।

ওয়েম্বলি স্টেডিয়ামে রুনির বিদায়ী মঞ্চ রাঙাতে গ্যারেথ সাউথগেটের তিন শিষ্য জেসে লিনগার্ড, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড ও ক্যালুম উইলসন গোল করেছেন।

ম্যাচের ২৫ মিনিটে লিনগার্ডের গোলে খাতা খোলে স্বাগতিকরা। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট আর্নল্ড। আর ৭৮ মিনিটে ফ্যাবিয়ানের বাড়ানো বল ভলিতে জালে ঠেলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে ফেলেন অভিষিক্ত ফরোয়ার্ড উইলসন।

ম্যাচের ৫৮ মিনিটে আসে রুনির ক্ষণ। লিনগার্ডের বদলি হিসেবে ইংল্যান্ডের সর্বোচ্চ ৫৩ গোল করা ফরোয়ার্ডকে মাঠে নামান কোচ সাউথগেট। পরের সময়টুকু আলো ছিল ম্যানইউয়ের সাবেক তারকার দিকেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে ইংলিশ জার্সিতে প্রথমবার নেমেছিলেন রুনি। ২০১৫ সালে ববি চার্লটনের সর্বোচ্চ গোল(৪৯) টপকে ইতিহাসে নাম লেখান। ২০১৬ সালে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচটি ছিল তার আগের সবশেষ জাতীয় দল স্পর্শ। ফিরে জয়েই বিদায়ী উপহার পেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here