আর কদিন বাদেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে সংশয় রয়েছে। কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

অবশ্য মাশরাফিকে দলে চাইছেন বাংলাদেশ টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায় মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলেন, ‘ইনশা আল্লাহ মাশরাফি ভাইকে পাব, আশা করি। কারণ তিনি আমাদের ওয়ানডে অধিনায়ক। তিনি যদি সুস্থ থাকেন, অবশ্যই ওনাকে আমাদের মাঝে পাব। আর ওনাকে আমরা চাই।’

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান এ ব্যাপারে বলেন, ‘ওর (মাশরাফি) কর্মসূচি কী, আমি তা জানি না। কথা হলে বিস্তারিত জানা যাবে। যদি সুযোগ থাকে, অবশ্যই খেলবে। খেলাটাই প্রাধান্য পাওয়া উচিত।’ ক্রিকেট থেকে অবসর না নিয়েই রাজনীতিতে নেমে পড়ায় সমস্যা হবে না বলে মনে করছেন বিসিবি সভাপতি। তিনি যোগ করেন, ‘সত্যি কথা বলতে কি, ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না আমরা। তবে বিশ্বকাপের পরই হয়তো সে অবসরে যাবে। অবসর নিলে সে করবেটা কী? আরেকটি ক্ষেত্রে থাকলে, যেখান থেকে ক্রীড়াক্ষেত্রে জোরালো অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।’

অধিনায়ক মাশরাফিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে দলে দেখা যাবে কি না, সেটি নিশ্চিত নয়। সিরিজের তিনটি ওয়ানডে হবে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here