যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ এবং নিখোঁজ রয়েছে ৬৩১ জন। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আল-জাজিরা।
ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপক সংস্থা জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা দাবানলের আগুনে পুড়ে গেছে। তবে অগ্নিনির্বাপক কর্মীরা জনবহুল এলাকায় আরো বেশি আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হয়েছে। প্যারাডাইস শহরে ধ্বংসাবশেষ সন্ধানে ৪৫০ জনের বেশি কর্মীকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও তারা জঙ্গলে ঘেরা শহর মাগালিয়াতেও সন্ধান  চালাচ্ছে। যারা বাড়িতে অবস্থান করছে, তাদের খাবার ও পানি প্রয়োজন কিনা তা পুরো শহরে তদারকি করছে পুলিশ।
বাট কাউন্টি শেরিফ কোরি হেনিয়া জানান, বুধবার নিখোঁজের সংখ্যা ছিল ৩০০।

তবে বৃহস্পতিবার এ সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার ক্ষয়ক্ষতি সম্পর্কে ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ব্রোক লং বলেন, ক্যালিফোর্নিয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্নিমাণে কয়েক বছর সময় লেগে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here