‘দ্য আমেরিকান ড্রীম’ চলচ্চিত্রের শুটিং ফের শুরু হচ্ছে

0
571

বাংলা খবর ডেস্ক:
২০১৬ সালে ‘দ্য আমেরিকান ড্রীম’ চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এরপর হঠাৎ করেই আবার এর শুটিং বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে এর দৃশ্যধারণের কাজ।

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক জসিম উদ্দিনের লেখা ‘দ্য আমেরিকান ড্রীম’ উপন্যাস থেকে নির্মাণ শুরু হয় চলচ্চিত্র ‘দ্য আমেরিকান ড্রীম’এর। লেখক নিজেই সিনেমাটির নির্মাতা। অসুস্থতা ও কিছু আইনি জটিলতার কারণে এতোদিন চলচ্চিত্রটির শুটিং বন্ধ ছিল।

নিয়ম অনুযায়ী কোনো নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে তাকে আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হতে হয় । এরপরই তিনি পরিচালক হিসেবে কাজ করতে পারেন। তবে এই নির্মাতা সদস্যপদ না নিয়েই ‘দ্য আমেরিকান ড্রীম’-এর শুটিং শুরু করেন। যে কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় ‘দ্য আমিরেকান ড্রীম’-কে। এমন অবস্থায় নির্মাতা ফিরে যান আবার যুক্তরাষ্ট্রে। ওই সময় তিনি বেশ অসুস্থও ছিলেন।


জসিম উদ্দিন

এ বিষয়ে নির্মাতা জসিম উদ্দিন বলেন, ‘আমার নিজের লেখা উপন্যাস থেকে ‘দ্য আমেরিকান ড্রীম’ নির্মাণ করছি। শুটিং শুরুর পরে হঠাৎ আমি বেশ অসুস্থ হয়ে যাই। যে কারণে এতো দিন বন্ধ ছিলো এর কাজ। এছাড়াও আরও একটি কারণ ছিল- বাংলাদেশ পরিচালক সমিতির সদস্য পদ ছিল না আমার। এখন আমি বেশ সুস্থ। দেশে ফিরেছি। দেশে ফিরেই প্রথমে পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করেছি। এখন চলচ্চিত্রটি নির্মাণে আর কোনো বাঁধা নিষেধ নেই আমার। খুব শিগগিরই আবারো শুরু করবো ‘দ্য আমেরিকান ড্রীম’-এর বাকি কাজ।’

বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে ‘দ্য আমেরিকান ড্রীম’। বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সীনসীনারী প্রডাকশন ও আমেরিকা থেকে প্রযোজনার দায়িত্বে রয়েছে বেল প্রডাকশন। ইংরেজি ও বাংলা ভাষায় শুটিং করা হচ্ছে চলচ্চিত্রটির। এতে অভিনয় করছেন সায়মন সাদিক ও আইরিন। এছাড়া আরও অভিনয় করছেন চিত্রনায়িকা সানজিদা তন্ময়, সূচনা আজাদসহ অনেকে।

উল্লেখ্য, ‘দ্য আমেরিকান ড্রীম’ উপন্যাসটির ইংরেজি ভার্সন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অনলাইন কোম্পানি আমাজন-এ বিক্রি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here