সময় হয়েছে তিক্ততা ভুলে গিয়ে সবাই মিলে একত্রে দেশ গড়ার-বাইডেন

0
54

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হয়ে, জো বাইডেন, শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন,৭ কোটি ৪০ লক্ষ জনগণ গণতন্ত্রের স্বপক্ষে রায় দিয়েছে, যে বিজয় জনগণেরI

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিজয়কে প্রত্যক্ষ করছেন আজ, সারা বিশ্বের জনগণI আজ আপনাদের রায়ে আমি আপ্লুত I আজ আমাদের ভেঙ্গে পড়া আস্থাকে পুনরায় জাগিয়ে তুলতে হবেI আমার স্ত্রী, জিল, ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না, তিনি আমার সার্বক্ষণিক প্রেরণা, জিল বাইডেন হবেন, এক অসাধারণ ‘ফার্স্ট লেডি “I যারা নির্বাচনী প্রচারণায় এতটা কষ্ট নিয়েছেন এবং আমার বিজয়ে অবদান রেখেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞI

নির্বাচন এখন শেষ হয়েছেI এখনই শুরু হবে আমাদের প্রকৃত কাজI সবচাইতে অগ্রাধিকার বিষয় যেমন, কভিড-১৯, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্ণ বৈষম্য’র মতো সমস্যাদির প্রতি আমাদের মনোযোগী হতে হবেI জো বাইডেন বলেন, ক্রোধ আর তিক্ততা ভুলে গিয়ে এখন, সময় হয়েছে সবাই মিলে একত্রে দেশ গড়ার I

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দল, শনিবার এক আপত্তিকর বিবৃতি প্রকাশ করেI বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন এখনো শেষ হয়নিI বাইডেন দল সত্যটি প্রকাশ করতে চায় নাI আমরা জানি মাধ্যমগুলি অন্যায়ভাবে তাঁকে বিজয়ী বলে ঘোষণা করেছে I প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী, রুডি জুলিয়ানি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প,এই নির্বাচনে হার মানছেন নাIভিওএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here