অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন দিদিয়ের দ্রগবা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। বয়সে চল্লিশকেও ছাড়িয়ে যাওয়া আইভরিকোস্টের এই তারকা ফুটবলার দুই মেয়াদে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব চেলসির জার্সিতে। এই সময়ে ব্রুদের হয়ে ৩৮১ ম্যাচ খেলেন। আর চেরসির জার্সি গায়ে ১৬৪ গোলের কৃতিত্ব রয়েছে তার। চারবার ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা ছাড়াও ২০১২ সালে চেলসিকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দ্রগবা। ২০১৫ সালে মেজর লীগ সকারের দল মন্ট্রিয়েলে যোগ দেন এই স্ট্রাইকার।

এরপর ফোয়েনিক্স রাইজিংয়ের খেলোয়াড়ের পাশাপাশি মালিক বনে যান। আইভরিকোস্টের হয়ে ১০৫ ম্যাচে মাঠে নামেন দ্রগবা। এই সময় জাতীয় দলের জার্সি গায়ে ৬৫ গোল করেছেন তিনি। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা দ্রগবা দুইবার নিজের শোকেসে তুলেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here