ভূগোলের অতি সাধারণ একটি জ্ঞান প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর প্রয়োগ করেই রাতারাতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেছেন আসামের অতি সাধারণ আঠারো বছরের তরুণী আস্থা শর্মা।

আবহাওয়া (ওয়েদার) আর জলবায়ুর (ক্লাইমেট) ফারাক বুঝিয়ে নিজের টুইটার হ্যান্ডল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্যাগ করে আস্থা লেখেন, ‘আপনার চেয়ে আমি চুয়ান্ন বছরের ছোট। খুব গড়পড়তা নম্বর পেয়ে সবেমাত্র স্কুল পাস করে বেরিয়েছি, কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি ওয়েদার কিন্তু ক্লাইমেট নয়!’

‘আপনি যদি জিনিসটা ভাল করে বুঝতে চান, তাহলে আমার এনসাইক্লোপিডিয়াটা আপনাকে ধার দিতে পারি, যেটা ক্লাস টু থেকে আমার সঙ্গে আছে। ওখানে ছবি দিয়ে সবটা ভাল করে বুঝিয়ে বলা আছে।’

এরআগে ঘটনার সূত্রপাত হয় গত বুধবার, ২১ নভেম্বর ওয়াশিংটন ডিসি-র তাপমাত্রা হিমাঙ্কেরও ২ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাওয়ায়। পরদিনই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন, ‘নিষ্ঠুর আর দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কী হল?’

ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ব্যঙ্গ-বিদ্রূপের ঝড় বয়ে যেতে থাকে। হাত গুটিয়ে বসে থাকনি সুদূর আসামের সদ্য হাইস্কুল পাস করা ছাত্রী আস্থা শর্মাও।– বিবিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here