সাকিব-মাহমুদুল্লাহর ব্যাটে দিন শেষে স্বস্তি: ঢাকা টেস্টে দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে দিন শেষে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে টাইগারদের সংগ্রহ ২৫৯। সাকিব আর হাসান ৫৫ এবং মাহমুদুল্লাহ ৩১ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুটা সাদামাটা। দলীয় ৪২ রানে ফিরে যান সৌম্য সরকার। রস্টন চেজের বলে উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ রান। দারুণ ফর্মে থাকা মুমিনুল করেন ২৯। মিঠুনকেও ২৯ রানে বোল্ড করেন বিশু। অভিষেকটা রঙিনই হয়েছে ওপেনার সাদমান ইসলাম অনিকের। ১৯৯ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলে বিশুর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন সাকিব। তবে মুশি বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১৪ রানেই শেরমন লুইসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে দিন শেষে অস্বস্তি অনেকটাই দূর হয়েছে সাকিব আর মাহমুদুল্লাহর ব্যাটিং দৃঢ়তায়।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
বাংলাদেশ: ২৫৯/৫ (৯০) সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, মুশফিক ১৪, সাকিব ৫৫*, মাহমুদুল্লাহ ৩১*; বিশু ৬৯/২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here