চার বছরের এক শিশুর বুদ্ধিমত্তার কারণে রক্ষা পেয়েছে তার মায়ের জীবন।

সম্প্রতি যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের আসকার্সওয়েলে এ ঘটনা ঘটেছে।

গত মাসে শিশু কেইটলিনের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

একপর্যায়ে মা শার্লিন ভীষণ অসুস্থ হয়ে জ্ঞান হারান।

মায়ের জ্ঞান হারালেও ঘাবড়ে যায়নি কেইটলিন।

সে স্থানীয় জরুরি নম্বরে ৯৯৯-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে আনে।

ছোট বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেয়ায় কেইটলিনের প্রশংসা এখন সবার মুখে মুখে।

এ ব্যাপারে স্থানীয় সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির বিজ্ঞতার পরিচয় সত্যিই তুলনাহীন।

কেইটলিনের সেই জরুরি ফোন কলটির জবাব দিয়েছিলেন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা জেস হডকিনসন।

তিনি জানান, ঘটনার দিন তিনি এই ছোট্ট শিশুর বুদ্ধিমত্তা দেখে অভিভূত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here