মিয়ানমারের রাখাইনে ফের সেনাবাহিনীর সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমারের উচ্চপদস্থ একাধিক সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতের এ সংঘর্ষে চারজন রোহিঙ্গা বিদ্রোহীও নিহত হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমারের সেনাবাহিনী প্রধানের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ সংঘর্ষের তথ্য জানানো হয়েছে। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। তবে হতাহতের নাম বা সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনের বুথিডং ও রাথেডং এলাকায় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন।

এ সময় সেনা সদস্যরা চারজন আরাকান আর্মির সদস্যকে হত্যা এবং তাদের এম-২২ রাইফেল জব্দ করেছে।

গত বছর একই ধরনের সংঘর্ষের খবর দিয়ে রোহিঙ্গাদের ওপর কঠোর দমন-পীড়ন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাতে ব্যাপক খুন-ধর্ষণের শিকার হয়ে নতুন করে প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। এবার নতুন করে সংঘর্ষের খবরে তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে রোহিঙ্গা সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here