সংঘাতময় অঞ্চলে যৌন সহিংসতা বন্ধ করতে ইরাকের সংগ্রামী নারী নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েগি নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। সোমবার নরওয়ের অসলোতে নোবেল কর্তৃপক্ষ তাদের হাতে পুরষ্কার তুলে দিয়েছে।

গৃহযুদ্ধের শিকার কঙ্গোতে সংঘটিত নারী নির্যাতিতদের চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন মুকওয়েগি। আর নাদিয়া ২০১৪ সালে আইএসের হাতে বন্দি হয়ে যৌন নির্যাতনের শিকার হন। মুক্তির পর যৌন হয়রানি বিরোধী সচেতনতা বাড়াতে বিশ^ব্যাপী সংগ্রাম করে যাচ্ছেন।

অসলোতে পুরস্কার গ্রহণের পর তারা উভয়েই বলেছেন, ধর্ষণের শিকারিরা সবসময় অবমাননার শিকার হন। এবং কখনও কখনও কম মূল্যায়ন করা হয়।’ধর্ষিত নারীদের প্রতি আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আবেদন জানিয়েছেন তারা।

মুকওয়েগি বলেন, ‘আমাদের যদি যুদ্ধ করতেই হয়, সেটা হবে উদাসীনতার বিরুদ্ধে। এটাই আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে।’ মানবতা ও মানবাধিকারের কথা বলে যারা মুখে ফেনা তুলে ফেলে তাদের সমালোচনার তীরে বিদ্ধ করে নাদিয়া এখনও যে সব নারী ও শিশু আইএসের হাতে বন্দি তাদের মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here