পটুয়াখালীর রাঙ্গাবালীতে একই স্থানে সভা ডাকাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় দলের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। এরমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে।
আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সভাপতি কবির তালুকদার জানান, আমাদের পূর্ব নির্ধারিত উঠান বৈঠক পন্ড করতে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়েছে। এতে দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান মামুন খান বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ন পথ সভায় বিএনপি হামলা চালায়। এতে আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, একই স্থানে আওয়ামী লীগের পথ সভা এবং বিএনপির উঠান বৈঠক ছিল।

একই স্থানে পাশাপাশি হওয়ায় অতি উৎসাহী কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here