আজ রাতেই অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তার বিরুদ্ধে এমন ভোট হওয়ার পক্ষে যথেষ্ট চিঠি জমা পড়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট করতে এমপিদের কমপক্ষে ৪৮টি চিঠি জমা পড়তে হয়। সেই সংখ্যা পূরণ হয়েছে। ব্রেকিং হিসেবে বৃটেনের সব মিডিয়া এ খবর প্রচার করছে। স্থানীয় সময় বিকাল ৬টা থেকে ৮টার মধ্যে এ ভোট হওয়ার কথা রয়েছে।
ব্রেক্সিট ইস্যুতে এমন বিধ্বস্ত অবস্থার মুখোমুখি তেরেসা মে। তিনি এ নিয়ে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার ওপর মঙ্গলবার হাউস অব কমন্সে ভোট হওয়ার কথা ছিল।

কিন্তু তিনি নিজ দল কনজার্ভেটিভ পার্টির এমপিদেরও প্রচন্ড বিরোধিতা টের পেয়ে ওই ভোট স্থগিত করেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের। তার বিরুদ্ধে এমন ভোট করতে ৪৮ জন এমপির চিঠি জমা পড়তে হয় ‘১৯২২ কমিটি’র কাছে। অনেক জ্যাকব রিস-মগ, জ্যাক গোল্ডস্মিথ সহ কমপক্ষে ২৯ জন এমপি প্রকাশ্যেই এমন চিঠি দেয়ার ঘোষণা দিয়েছেন। বাকিরা দিয়েছেন ব্যক্তিগতভাবে, গোপনীয় রেখে। ১৯২২ কমিটির ওয়েন প্যাটারসন ঘোষণা দিয়েছেন, আজ রাতেই অনাস্থা ভোট হবে। ওদিকে বিবিসি রিপোর্ট করেছে যে, ব্যাকবেঞ্চার বলে পরিচিত ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডিই শুধু জানেন কতগুলো চিঠি হমা পড়েছে। তিনি আজ বুধবার প্রধানমন্ত্রীকে তার সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। তেরেসা মে রয়েছেন ইউরোপিয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাতের সফরে। আজ তিনি সাক্ষাত করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে। সেখান থেকে তার যাওয়ার কথা ব্রেক্সিট সমঝোতাকারী মাইকেল বারনিয়ের ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লাউডি জাঙ্কারের সঙ্গে বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here