একাদশ জাতীয় নির্বাচনের আগে চলমান সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রর্বাট মিলারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন।

কাদের বলেন, সহিংসতার বিষয়ে দল ও জোটের নেতাকর্মীদের সংযত থাকতে বলেছে আওয়ামী লীগ।

এর আগে সকালে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সচিবালয়ে ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানে দু’দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন তারা।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচনের  মাঠ থেকে বিএপি যদি চলে যায়, সে ক্ষেত্রে নির্বাচনটি  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কিছু সুনির্দিষ্ট কৌশল আছে। সে কৌশলের অংশ হিসেবে  কৌশল হিসাবে মহাজোটের বিদ্রোহীদের রাখা হয়েছে, যারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আলোচনার এক পর্যায়ে রবার্ট মিলার বলেন, সংঘাত গণতন্ত্রের অংশ হতে পারেনা, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে অবশ্যেই সংঘাত পরিহার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here