বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’-এ অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনেকটা নিরবে আজ দেশের ১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের পরিচালক জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। মাহির বিপরীতে কলকাতার দুই নায়ক ওম এবং সোহম অভিনয় করেছেন। মাহি বলেন, কলকাতায় ছবিটি আগেই মুক্তি পেয়েছে। দেরীতে সেন্সর হবার কারণে আজ বাংলাদেশে মুক্তি পেল এ ছবিটি। আশা করি, এ ছবির গল্প ও গান দর্শকরা পছন্দ করবেন। ছবিটি প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এস কে মুভিজ।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন বাংলাদেশি অংশের নির্মাতা অনন্য মামুন এবং নির্বাচনের কারণে অনেকটা নিরবে মুক্তি পেয়েছি ছবিটি। মাহিয়া মাহি ছাড়াও এই ছবিতে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা, আমান রেজা প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here