ক্রমশ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগকারীদের তালিকা। এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির ইন্টেরিয়র সেক্রেটারি রয়ান জিনকে। শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় এ তথ্যটি জানান। ইয়ন

ট্রাম্প বলেন, প্রশাসনে জিনকের সেবার জন্য তাকে ধন্যবাদ। এখানে তার অর্জন অনেক। আগামী সপ্তাহে একজন নতুন ইন্টেরিয়র সেক্রেটারি নিয়োগ দেয়া হবে। তবে জিনকে তার পদটি ছাড়বেন এমাসের শেষের দিকে।

সাবেক এই নৌবাহিনীর কর্মকর্তা ও কংগ্রেসম্যান জিনকের বিরুদ্ধে সম্প্রতি নীতি বহির্ভুত কাজ করার অভিযোগ আনা হয়েছে।

দেশটির পার্কগুলোসহ সরকারি জমি দেখভালের দায়িত্ব থাকে ইন্টেরিয়র বিভাগের ওপর। কিন্তু জিনকে তার ক্ষমতার অপব্যবহার করে সাবেক সাংবিধানিক আসন মনটেনায় তেলক্ষেত্রের চেয়ারম্যানের সঙ্গে জমির চুক্তি নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here