শীঘ্রই পদত্যাগ করতে পারেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। পার্লামেন্টে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। জাতিসংঘ প্রস্তাবিত অভিবাসন ইস্যুতে দেশটিতে এখন চরম রাজনৈতিক সংকট চলছে। আরটি

মাইকেল মঙ্গলবার বলেন, ‘বেলজিয়ামের বিরোধী দল যদি আমাকে সমর্থন করে তাহলে তাদের সাথে নিয়ে আগামী মে’র পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত সরকার অব্যাহত রাখবো। আর যদি পার্লামেন্ট না চায় তাহলে রাজা ফিলিপের কাছে পদত্যাগ পত্র দিয়ে ক্ষমতা থেকে সরে যাবো।’

জাতিসংঘের বিতর্কিত অভিবাসন ইস্যুতে সমর্থন দেয়া নিয়ে ক্ষমতাসীন জোটে ভাঙ্গন শুরু হয় গত মাসেই। পরে কোয়ালিশন বাজেট প্রস্তাবের কিছু কিছু বিষয়ে একমত হতে না পারায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সূচনা হয়। এমন সংকটের মধ্যেই তার বিরুদ্ধে দুর্নীতিসহ সরকারে দুর্বলতার অভিযোগে পদত্যাগের জন্য ফ্রান্সের মতো ইয়েলোভেস্ট আন্দোলনও হয়েছে।

তবে জোট ভেঙ্গে যাওয়ার পরও ক্ষুদ্রপরিসরে সরকার পরিচারনার জন্য তাকে রাজা আহ্বান করেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here