একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে মঙ্গলবার বিকাল থেকে।

আজ পার্বত্য জেলাগুলোর পাশাপাশি দূরবর্তী জেলাগুলোতে পাঠানো হবে।

সরকারি মুদ্রণখানা (বিজি প্রেস) থেকে ব্যালট পেপারগুলো পাঠানো হবে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষপর্যায়ে।

তবে কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে বলে জানান তিনি।

ইসি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ২২৩ আসনের ব্যালট মুদ্রণ পুরোপুরি শেষ। জামায়াত নিয়ে ইসির সিদ্ধান্ত এবং কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা যাচ্ছে না।

তবে ইসির সিদ্ধান্ত পেলে আজকালের মধ্যেই সেগুলোও ছাপানো হবে। ২৮ ডিসেম্বরের মধ্যে সব আসনের ব্যালট মুদ্রণ সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here