তাদের দুজনের কেউই আর হোয়াইট হাউজে নেই। কিন্তু তাদের জনপ্রিয়তা এখনো ব্যাপক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবথেকে নন্দিত নারী হিসেবে ঘোষিত হয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ধরে প্রথম স্থানে থাকা আরেক সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে পেছনে ফেলেছেন তিনি। বৃহ¯পতিবার গ্যালাপ পোল এ ঘোষণা দেয়। একইসঙ্গে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটানা ১১তম বারের মত সবথেকে নন্দিত মার্কিন পুরুষ নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে এই স্থানে একচ্ছত্র আধিপত্য ছিল হিলারি ক্লিনটনের। সর্বশেষ একটানা ১৭ বছরসহ মোট ২২ বার তিনি যুক্তরাষ্ট্রের সবথেকে নন্দিত নারী নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তার এ শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিলেন মিশেল ওবামা।

বর্তমানে মিশেল ওবামা তার বই বিকামিং এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এদিকে ডনাল্ড ট্রা¤প ১৩ শতাংশ ভোট পেয়ে নন্দিত পুরুষের তালিকায় চতুর্থ বারের মত দ্বিতীয় হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here