উক্ত মন্ত্রণালয়গুলোর উপমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে ওই বিভাগ ও মন্ত্রণালয়গুলো পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্ব পালন করবেন। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে মন্ত্রণালয় ও বিভাগগুলো থাকছে তা হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

উক্ত মন্ত্রণালয়গুলোর উপমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে ওই বিভাগ ও মন্ত্রণালয়গুলো পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আগামীকাল সোমবার নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। ইতিমধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here