আওয়ামী লীগ সরকার শহীদদের প্রতিনিধিদের মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘১৪ দলের নেতাদের অবদান বিবেচনা করে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদেরকে মূল্যায়ন করবেন।’

সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত চেয়ে আজ মঙ্গলবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এই মাহফিল শেষে নাসিম এসব কথা বলেন।

নাসিম বলেছেন, ‘আমি বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে আগামী দিনে, তাদের সাথে নিয়ে, সমস্ত দল সাথে নিয়ে, ১৪ দলের সরকার ছিল, আজকে আছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁরা কাজ করে যাবে।’

নাসিম আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠিত হয়েছে। নিশ্চয়ই এই ত্যাগ এবং তিতীক্ষাকে তিনি (প্রধানমন্ত্রী) মূল্যায়ন করে ভবিষ্যতে, শহীদদের প্রতিনিধি যারা ছিল অতীতে সরকারে, তিনি মূল্যায়ন করবেন।’

এ দোয়া মাহফিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সৈয়দ আশরাফের পরিবারের সদস্যগণ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। সৈয়দ আশরাফের বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে তাঁর জন্য দোয়া করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সময় সৈয়দ আশরাফের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। সৈয়দ আশরাফের স্বজনরা তাঁর রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here