সারার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ চিত্রসমালোচকরা। বেশ কয়েকজন অভিজ্ঞ বলিউড তারকা এরই মধ্যে নবাবজাদি সারা আলি খানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমি।

পরপর দুটো সিনেমা দিয়ে গেল ডিসেম্বরে বিনোদন দুনিয়ায় পা রাখেন সারা। পাতৌদির নবাব ও অভিনেতা সাইফ আলি খান এবং তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।

‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধেন সারা আলি খান। অল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাঁর ভক্ত ও অনুরাগীর সংখ্যা অসংখ্য। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি সিনেমা তাঁর হাতে রয়েছে এখন। তাঁর দ্বিতীয় ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ‘পদ্মাবত’ খ্যাত রণবীর সিং।

বিনোদন সংবাদমাধ্যম স্পটবয়-কে ‘আশিক বানায়া আপনে’ তারকা ইমরান হাশমি সারার সঙ্গে কাজের আগ্রহ জানান। তিনি বলেন, ‘যদিও তাঁর সিনেমা আমি এখনো দেখিনি, কিন্তু আমার কয়েকজন বন্ধু ও পরিবারের লোকজন তাঁর কাজের প্রশংসা করেছে। আমি তাঁর সঙ্গে কাজ করতে চাই।’

ইমরানের আগ্রহের ব্যাপারে সারা কেমন সাড়া দেন, তা এখন দেখার বিষয়!

‘চিট ইন্ডিয়া’ সিনেমা দিয়ে অভিনেতা থেকে প্রযোজক বনে গেছেন ইমরান হাশমি। এই ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘প্রযোজক ও অভিনেতা হিসেবে আমি খুব উত্তেজিত। কারণ, এই ছবির চিত্রনাট্য বছরখানেক আগে আমার হাতে এসেছিল। আমি একটু ঝাঁকুনি খেয়েছিলাম এই ভেবে যে শিক্ষাব্যবস্থা নিয়ে এখনো কোনো সিনেমা তৈরি হয়নি! এই ছবিটি শিক্ষাব্যবস্থা ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতারকচক্রকে ঘিরে।’

খবরে প্রকাশ, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের আপত্তির মুখে এখন ছবির নাম বদলে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here