পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম থেকেই বলে আসছেন, ভারতের কারনেই দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হচ্ছে। ইমরান খানের এ বক্তব্যের কড়া সমালোচনা করে ভারত জানিয়েছে, আলোচনায় বসার মত পরিবেশ সৃষ্টিতে কিছুই করছে না পাকিস্তান। উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইসলামাবাদ দাবি করছে যে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। কিন্তু সত্যিকার অর্থে তার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সন্ত্রাস দমন না করে উলটো সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে পাকিস্তান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান যে সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে তা প্রমান করতে ভারত এবার ৫টি নির্দিষ্ট ঘটনা তুলে ধরেছে। আর জানিয়েছে, এতেই প্রমানিত হয় পাকিস্তান সন্ত্রাসীদের মদদ দেয় এবং এ কারনেই আলোচনায় বসতে অনিচ্ছুক ভারত। ভারতের প্রথম অভিযোগ, গত বছরের ১৬-১৭ ডিসেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি জামায়াত উদ দাওয়াহ (জেইউডি) নেতা ও জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাইয়িদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here