নিষেধাজ্ঞার জালে আটকিয়ে ১ বছরের জন্য দলের বাহিরে আছেন ওয়ার্নার। তবে ১ বছরের জন্য দলের বাহিরে থাকলেও বিপিএল খেলে গেলেন তিনি। আর যাওয়ার আগে বিপিএলকে ধন্যবাদ দিয়েও গেলেন তিনি।

এই ব্যাপারে তিনি বলেন ,’ বিপিএল ভাল টুর্ণামেন্ট তবে বাংলাদেশী প্লেয়ারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। আর বিসিস্কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা যখন যেখানে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাই সব সময় ডেডিকেশন বজায় রাখি। ব্যাটিং সহ বিভিন্ন ভাবে টিমকে সাহায্য করি যা অআমাদের নতুন কিছু না। এসবের পাশাপাশি তাসকিন, আফিফদের পারফরম্যান্স ও অন্যান্য দলের প্লেয়ারদের পারফর্ম ওয়ার্নারের ভালই লেগেছে তিনি নিজেই বলে গেলেন।

দায় বেলায় ওয়ার্নার বাংলাদেশ ক্রিকেট ও তরুণ উদীয়মান প্লেয়ারদের প্রশংসা ও সম্ভাবনা নিয়ে বললেও সমালোচনাও করলেন। তরুণ প্লেয়ারদের ম্যাচ খেলার সময় অারো মনোযোগী ও দলের প্রতি ডেডিকেশন কামনা করেন ওয়ার্নার। বাংলাদেশী প্লেয়ারদের ক্যাচ মিস, দায়িত্বহীনতা ব্যাটিং ইত্যাদি ওয়ার্নারের পছন্দ হয়নি। এসব জায়গায় আরো ডেডিকেট নয়ে লহে;আর তাগিদ দিয়ে গেলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here