হিমশীতল আবহাওয়ায় ফ্রিজের বদলে দোকানের বাইরে মাছের পসরা

0
804

বাংলা খবর :
দেখে মনে হচ্ছে যেন মাছের মেলা। বাংলাদেশ থেকে আসা বিভিন্ন মাছ পলিথিনে ভরে তাকের ওপর সারি সারি সাজানো। তাও আবার দোকানের বাইরে রাস্তার পাশে। বছরের এ সময়টাতে এ দৃশ্য দেখা যায় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায়। না, কোন মেলা নয়। হিমশীতল আবহাওয়ায় ফ্রিজের বদলে দোকানের বাইরে মাছের পসরা সাজান দোকান মালিকরা। চলছে মাইনাস ১০ থেকে ১৫ সেলসিয়াস তাপমাত্রা। এ সুযোগ নিচ্ছেন গ্রোসারি মালিকরা। বছরের অন্য সময়ে এসব তাকে সাজানো থাকে বিভিন্ন ধরনের শাক-সব্জি।


শোল, পুটি, স্বরপুটি, মৃগেল,রুই, কাতলা , ইলিশ- কোন মাছ নেই এ প্রাকৃতিক ফ্রিজে। এতে ক্রেতাদের আকর্ষণও বাড়ে এবং বিক্রিও বেশ ভাল বলে জানান দোকানিরা। রাস্তায় পানি ফেললে তা সাথে সাথেই বরফে পরিনত হচ্ছে। এ পরিস্থিতিতে ফ্রিজের বাইরে প্রাকৃতিক পরিবেশে বেশ ভালই আছে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন জাতের এ মাছগুলো।
ছবি: বাংলা খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here