পৃথিবীতে মুখোশ পরা মানুষের সংখ্যাই বেশি

0
1157


সারমিন সুলতানা অথৈ:
পৃথিবীতে মুখোশ পরা মানুষের সংখ্যাই বেশি। কারো থেকে পাওয়া ভালো ব্যবহার আপনাকে কিছু শিখাতে পারবে। তাই বলে যার তার মায়ায় পড়ে যাবেন না। কারণ কিছু মানুষ আপনাকে স্বপ্ন দেখাতেই ভালোবাসবে। জাদুমন্ত্রের মত তার প্রতি আকৃষ্ট করে তুলবে হয়তো ভালো ব্যবহার, নয়তো বাহ্যিক সৌন্দর্যের একগাল মিথ্যে হাসি দিয়ে। আপনার ভিতরে সে প্রবেশ করবে অতি সযত্নে, বিশ্বাস,ভালোবাস
া আর ভরসার মেকি রঙ দিয়ে আপনার হৃদয়কে আলোকিত করবে। তিলতিল করে সে আপনার স্বপ্নকে ঘিরে নিজের একটা জগৎ গড়ে তুলবে। আপনার চিন্তা, ধ্যান-জ্ঞান বলতে কিছুই থাকবে না। আপনার সমস্ত জগৎ জুড়ে ঐ মানুষগুলো আসন পেতে বসবে। যখন নিজের আত্নবিশ্বাস, ভরসাটুকু অন্যের উপর করতে শিখে যাবেন। তখনই মানুষগুলো আপনার সুপ্ত হৃদয়ের অন্তর্লীনে প্রবেশ করে কুটকুট করে আপনার স্বপ্নের জালটা কেটে বেরিয়ে পড়বে। আপনার চিন্তার বাইরে অদ্ভুত অবিশ্বাস্য মনে হবে আপনার দু’চোখকে, নিজেকে চিনতে কষ্ট হবে আপনার। কে ভুল, কে ঠিক হিসেব মেলাতে পারবেন না কোনোদিন। অদৃশ্য যন্ত্রনারা ভর করবে আপনার অস্তিত্ব জুড়ে। বারবার ঐ মানুষগুলোই আপনার স্বপ্নে ভেসে বেড়াবে। না ধিক্কার, না চিৎকার কোনোটাই করার শক্তি থাকবে না। কারণ আপনার সে শক্তিটাই সেই সব স্বার্থান্বেষী মানুষেরা কেড়ে নিবে। চোখ থাকতেও তারা আপনাকে অন্ধ প্রমাণ করেই স্বস্তি পাবে সমুস্বরে। আপনার দু’চোখ জমাট বাঁধা রক্তের ন্যায় অশ্রুজলে ভেসে বেড়াবে। সত্যিই কূল পাবেন না সেদিন। মাঝসাগরে সাঁতার কেটে অন্ধকারে ঘা ভাসাবেন।। বিশ্বাস করুন, পৃথিবীতে সর্বপ্রথম নিজেকে।। ভরসা করুন নিজের অস্তিত্বকে।। কারো জন্য অহেতুক সময় নষ্ট না করে সময় দিন আপনার নিজেকে।। দিন শেষে যা আপনার তা আপনারই হবে আর যে আপনার সে আপনারই রবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here