বিপিএলের ৬ষ্ঠ আসরে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বোলাররা। শীর্ষ স্থান গুলোতে সব বাংলাদেশিরাই। এটার একটা কারন হতে পারে যে, এবার প্রতিটা দলই তাদের বোলিং আক্রমন স্থানীয়দের নিয়ে সাজিয়েছে। আর ব্যাটিংয়ে বিদেশিদের উপর ভরসা রেখেছে।

বল হাতে সবার শীর্ষে আছে তাসকিন আহমেদ। ১০ ম্যাচে ২০ উইকেট এই সিলেট পেসারের। দুই নম্বরে আছে সাকিব আল হাসান। ৮ ম্যাচে ১৭ উইকেট তার। তিনে আছেন আরেক পেসার মাশরাফি। ৯ ম্যাচে তার উইকেট ১৬টি।

চারে আছেন স্পিনার আরাফাত সানি। ১০ ম্যাচে তার উইকেট ১৪টি। এরপরই আছেন শফিউল ইসলাম। ৯ ম্যাচে তার উইকেট ১৩টি। সমান ১৩ উইকেট নিয়ে ছয় ও সাতে আছেন খালেদ আহমেদ ও আবু জায়েদ।

রবি ফ্রাইলিঙ্ক ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন আটে। সেরা দশে একমাত্র বিদেশি তিনিই। সমান ১২টি করে উইকেট নিয়ে ৯ ও ১০ নম্বরে আছে ফরহাদ রেজা ও তাইজুল ইসলাম।

১১টি করে উইকেট নিয়ে পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে জুনায়েদ খান, অলক কাপালি ও মুস্তাফিজ। ১০ টি করে উইকেট নিয়ে পরের চারটি স্থানে আছে যথাক্রমে আফ্রিদি, রুবেল, কামরুল ইসলাম রাব্বি, সাইফ উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here