চারিদিকে চরম অপব্যবস্হা তা চোখে পড়ার মতো

0
621


নাসরিন আহমেদ:

এবার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে একটা দারুণ যোগাযোগ হয়ে যায়। সেও আবার দীর্ঘ বছর পর। সবাই অবয়বে বদলেছে, আমিও। অনেকের সাথে সময় সল্পতা আর ব্যস্ততার কারণে দেখা হলোনা। পরিবর্তনের হাওয়া দেখতে পেলাম, চারিদিকে চরম অপব্যবস্হা তা চোখে পড়ার মতো। মানুষের আচরনিক আর দায়ত্বাহীনতা স্পষ্টতই ধরা পড়ে । পুরো দেশটাই যেন নোংরা আবর্জনার স্তুপ। তারপরও মানুষ নিবির্ঘ্নে এগিয়ে যাচ্ছে। আমার হাজারো অভিমান জমে দিনে রাতে, কখনো তা বাষ্প হয়ে উড়ে যায় আবার কখনো বৃষ্টির ফোটা হয়েই গড়িয়ে পরে। তবুও নির্বাক আমার চাওয়া- “আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়”…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here