সাউথ এশিয়ান কম্যুনিটির সাথে কাজ করার অঙ্গীকার মঈন চৌধুরীর

0
194

নিউইয়র্ক: ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদে নির্বাচন। এই নির্বাচনে প্রায় ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের নিয়ে যৌথ মতবিনিময় সভার আয়োজন করেছে সাউথ এশিয়ান ডেমক্র্যাটিক এ্যালায়েন্স, নিউ ভিশন ডেমোক্র্যাটিক ক্লাব, জেএফকে ডেমক্র্যাটিক ক্লাব ও এজিবিটি ডেমক্র্যাটিক ক্লাব।

২৮ জানুয়ারী সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ডেমোক্র্যাটিক পাটির ডিষ্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ ও সাউথ এশিয়ান ডেমক্র্যাটিক এ্যালায়েন্সের চেয়ারম্যান এটর্নী মঈন চৌধুরী, কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রাম, নিউভিশন ডেমোক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট শেখর কৃষ্ণানন, এলজিবিটি ডেমক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট মাইকেল ম্যালান ও জেএফকে ডেমক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট ম্যাথুউ স্টেফেনির পরিচালনায় অনুষ্ঠানে পাবলিক এডভোকেট পদপ্রার্থী মাইকেল ব্ল্যাক, কাউন্সিলম্যান র‌্যাফেল এসপেনাল, কাউন্সিলম্যান জুমানি উইলিয়াম, নিউইয়র্ক সিটির সাবেক স্পীকার ম্যালেসা মার্ক বিবেলেতি, টনি হারবার,নমিকি, ডেভেট আইজেনসহ অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সকল প্রার্থী তাদের ভোট দেয়ার জন্য আহ্বান জানান এবং নির্বাচিত হলে বাংলাদেশীগন সাউথ এশিয়ান কম্যুনিটির সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়াও তারা অভিবাসন প্রশ্নে বর্তমান মেয়র বি ডি ব্লাজিও পক্ষে এবং বিপক্ষে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ দেখে প্রার্থীরাও মুগ্ধ হন।
অনুষ্ঠানে বাংলাদেশী মিডিয়া কর্মীরাসহ কম্যুনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্তমান সভাপতি ওয়াসীম ভুইয়া,সাবেক সভাপতি নুরুল হাসান, লায়ন এ কে এম রশিদ, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, রাসেল রহমান, লুৎফুর রহমান লাতু,প্রদীপ কে গোপাল, কাজী হাসান, মোহাম্মদ হোসাইন, বৃহত্তর কুমিল্লা সমিতির কর্মকর্তা মিয়া মোহাম্মদ দুলাল, সর্বজিৎ পোদ্দার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here