ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান। এই মহড়া দু’সপ্তাহের মধ্যে চালানো হবে বলে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি-মোকাদ্দাম জানিয়েছেন।

তিনি বলেন, সামরিক মহড়া দু’ সপ্তাহের মধ্যে চালানো হবে। এটি দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরানের মাকরান উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চলবে।

বিশাল এই মহড়ায় ইরানি নৌবাহিনীর ডুবোজাহাজ, ভূমি থেকে সাগরে নিক্ষেপের উপযোগী ক্ষেপণাস্ত্র, চালকহীন বিমান, ইলেক্ট্রনিক যুদ্ধের সাজ-সরঞ্জামসহ অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে। মহড়ায় ইরানের মেরিন বিগ্রেড এবং নৌ কমান্ডোরা অংশ গ্রহণ করবে বলেও জানান তিনি। মহড়ার মাধ্যমে এ অঞ্চলে ইরানের ক্ষমতা প্রদর্শন করা হবে। আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ক্ষমতা প্রদর্শন করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here