মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা সিনেটর এলিজাবেথ ওয়ারেনের

0
553

বাংলা খবর ডেস্ক : ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। শনিবার লরেন্সে বোস্টনের উত্তর-পশ্চিমে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। কংগ্রেসে তিনি ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত।
ডোনাল্ড ট্রাম্পের গত দুই বছর মেয়াদে যাদের তীব্র সমালোচনার শিকার হয়েছেন, এলিজাবেথ ওয়ারেন তাদের অন্যতম।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক এলিজাবেথ ওয়ারেনকে ডেমোক্র্যাটিক পার্টির উদারপন্থী গ্রুপের অংশ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০১২ সালে ম্যাসাচুসেটসের সিনেটর নির্বাচিত হন।
সিনেটর এলিজাবেথ ওয়ারেন ট্রাম্পকে একজন জাতিগত কলঙ্ক বলে উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন করেন শুধু ধনী ও ক্ষমতাশালীদের এবং অন্য সবাইকে মনে করেন ময়লা-আবর্জনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here