সাবেক ভারতীয় পেসার অমিত ভান্ডারি দিল্লির অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনা সঙ্গে সঙ্গে এই ক্রিকেটারকে দিল্লির পরমানন্দ হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন শঙ্কা মুক্ত রয়েছে। ঘটনাটি ঘটেছে সেন্ট স্টিফেন্স কলেজ মাঠে।

জানা গেছে, দলে সুযোগ না পাওয়া এক ক্রিকেটারের ভাড়া করা গুণ্ডাদের হাতে আক্রান্ত হন দিল্লির নির্বাচক ও সাবেক ক্রিকেটার অমিত। ওই ক্রিকেটার প্রথমে তাঁকে চড় মারে। এরপর তাঁর সঙ্গীরা অমিতের উপর আক্রমণ করেন। এতে অন্তত ১৫ জন হকি স্টিক নিয়ে তাকে আক্রমণ করেন।

হামলায় মাথা সহ শরীরের বিভিন্ন অংশে চোট পেয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি রজত শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সব তথ্য সংগ্রহ করে দোষিদের শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা ঘটনাটির সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। যতদূর আমি জানতে পেরেছি, এটি একজন ক্রিকেটারের কাজ। যে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য তালিকায় ছিলেন না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here