নেপিয়ার থেকে ক্রাইস্টাচার্চ। ভেন্যু বদলালেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। দুই জায়গাতেই ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন মার্টিন গাপটিল। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে আসেন সাব্বির রহমান। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজ হারের কারণ কি? সমস্যাটা আসলে কোথায়? সাব্বিরের জবাব ছিল, ‘কোনো সমস্যা নেই।’ এরপরই সুর পাল্টে বলেন, আমরা পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।
ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বরাবরের মতো ব্যর্থ ছিল টাইগারদের টঅঅর্ডার ব্যাটসম্যানরা। তবে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন। টানা দুই ম্যাচে ফিফটি (৫৭) করলেন তিনি। এছাড়া সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৩ রান।

তাই সাব্বিরের কাছে প্রশ্ন ছিল, টপঅর্ডাররা রান খরায় ভুগলেও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছেন। আসলে ব্যাটসম্যানদের সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘আমি কোনো সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে। আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়ে গেছি তাড়াতাড়ি।’

তবে সাব্বির অবশ্য যুক্তি দিয়েছেন, পরিকল্পনা কাজে না লাগাতেই দলের এমন ব্যর্থতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here