পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে তফসিল  ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৪ঠা মার্চ, মনোনয়নপত্র বাছাই ৬ই মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ই মার্চ ও ভোট গ্রহণ ৩১শে মার্চ।

ইসি সচিব বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলাগুলো ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। চতুর্থ ধাপে ইভিএমে ভোট হবে ১৬টি সদর উপজেলায়। এছাড়া, চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২টি উপজেলায় ভোট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here