নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে মিলন নামের এক যুবককে অভিনব সাজা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সামাজিক সংগঠন। অভিযুক্ত মিলন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কাজল দেওয়ানের ছেলে। মিলন দীর্ঘদিন ধরে তার বন্ধুদের নিয়ে নোয়াপাড়া ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনার জেরে বুধবার দুপুর ১২টার দিকে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির লোকজন ধাওয়া করে মিলনকে আটক করার পর মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হাজির করেন।
পরে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্তৃপক্ষ ও মাদক নির্মূল কমিটির লোকজন তাকে সামাজিক শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেন। শাস্তিস্বরূপ বখাটে মিলনের কপালে একটি মাটির পাতিলের ভাঙ্গা অংশ রেখে তাকে সূর্যের দিকে এক ঘন্টা তাকিয়ে থাকতে বলা হয়। শর্ত ছিল ওই ভাঙ্গা অংশ পড়ে গেলে আরো এক ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে। ভাঙ্গা অংশটি পড়ে যাওয়ায় মিলন দুই দফায় দুই ঘন্টা সাাজা ভোগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here