প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কারণে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলো।মঙ্গলবার সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে এনআরবি প্রকৌশলীদের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধু সরকারের পক্ষে বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন করা সম্ভব নয়, এজন্য বিদ্যুৎ ও  হাসপাতালসহ অনেক বিষয় বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছিলো। আওয়ামী লীগ সবসময় দেশের উন্নয়নে অগ্রাধিকার দেয়।

প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগান। নিজ গ্রামের উন্নয়নে এগিয়ে আসুন। আমাদের প্রবাসীরা প্রতিটি আন্দোলন, সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলনে প্রবাসীরা একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। প্রবাসীদের অবদান আমাদের দেশে রয়েছে। শুধু তাই নয়, প্রবাসীদের অর্থ দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। সেদিক থেকে প্রবাসীদের সবসময় সম্মানের চোখে দেখি। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here