মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য জরুরি অবস্থা জারির পরপরই বিরোধীতা শুরু হয়। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ডেমোক্রেট নিয়ন্ত্রিত দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আইনি পদক্ষেপ নেয়ার পরই অন্তত ১৬টি রাজ্যও যৌথভাবে আদালতে যায়। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা বাতিল করতে ভোট দিয়েছে দেশটির হাউজ। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রয়োজনীয় ৮শ কোটি ডলার ছাড় না পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেয়ার পর এবার হাউজে ভোটের আয়োজন করা হলো।

এখন ট্রাম্পের জরুরি অবস্থা জারির আদেশ বাতিল করতে বিষয়টি ক্ষমতাসীন দল রিপাবলিকান সংখ্যাগরিষ্ট সিনেটে যাবে। সেখানেও কিছু অতি রক্ষণশীল সিনেটর ডেমোক্রেটদের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন।

হাউজে রিসল্যুশনটি ২৪৫-১৮২ ভোটে পাশ হলেও তাতে ভেটো দেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান ১৩ জন আইনপ্রণেতা ডেমোক্রেটদের সমর্থন করলেও ট্রাম্পের ভেটো এড়াতে প্রয়োজন দুই তৃতীয়াংশ সমর্থন।

ট্রাম্পের আদেশ অগ্রাহ্য করতে মার্কিন সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত যে বিধানটি ডেমোক্রেটরা ব্যবহার করছেন তাতে যেমন দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন তেমনি তা আদেশের ১৮ দিনের মধ্যেই সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here