ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবিতে তিন দিনের আল্টিমেটাম শেষে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ৫টি প্যানেল। সোমবার (১৮ মার্চ) টিএসসি থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় মিছিল থেকে ভিসির পদত্যাগ সহ পুনঃনির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

ভিপি প্রার্থী অরণী বলেন, আমরা নতুন কোন কথা বলতে চাই না। আমরা আজ উপাচার্য মহোদয়ের কথা শুনতে এসেছি। তারা নির্বাচন বাতিল করবে না বহাল রাখবে সেটা তাকে স্পষ্ট করতে হবে।

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ বলেন, প্রহসনের নির্বাচন মানি না, মানবো না। অবিলম্বে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। আমাদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

প্যানেলগুলো হলো- কোটা সংস্কার সংস্কার আন্দোলনের দাবিতে গড়ে ওঠা প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র ঐক্য জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট ও ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here