ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের প্রধান শহর শিরাজে ভয়াবহ বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু ও আহত হয়েছেন আরও ৭৪ জন। বন্যার পানিতে ভেসে গেছে দুই শতাধিক গাড়ি। শিরাজ শহরের দারভজে কুরআন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের সংবাদমাধ্যম পার্স ট্যুডের প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় হতাহতদের বেশিরভাগই ফারসি নববর্ষের ছুটিতে শিরাজ শহরে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেকে মোবাইলের বন্যার পানির ছবি তুলতে গিয়ে ভেসে যান।

শিরাজ শহরের দারভজে কুরআন এলাকা ছাড়া দেশটির ঐতিহ্যবাহী ওয়াকিল বাজার এলাকাও বন্যার কবলে পড়েছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ছাড়াও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পার্স ট্যুডের প্রতিবেদনে আরও জানানো হয়, শিরাজ শহর ছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে। দেশটির বাসিন্দাসহ পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার সকাল থেকেই রাজধানী তেহরানেও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here