ক্যালিফোর্নিয়ায় বে এরিয়া বাংলাদেশ এসোসিয়েশানের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

0
422

আহবাব এবি, ক্যালিফোর্নিয়া:
ক্যালিফোর্নিয়ায় বে এরিয়া বাংলাদেশ এসোসিয়েশান (বাবা) এর উদ্যোগে গত২৩শে মার্চ ২০১৯ সেন হোজে (San Jose) এর এম টি প্লেজেন্ট হাই স্কুলের অডিটোরিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করেছে এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠান এর শুরুতে ছিলো উৎসব মুখর মেলা যেখানে ছিলো নানা রকম মুখরোচক বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারের স্টল ও দেশিও পোশাক ও জুয়েলারী স্টল।সব গুলো স্টলেই ছিলো বাংগালিদের উপচে পড়া ভীড়। এরপর শুরু হয় জম কালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪০০ শতাধিক বাংলাদেশি উপভোগ করেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান।


অনুষ্ঠানএর শুরুতে স্বাগত ভাষন দেন সংগঠনের প্রেসিডন্ট খাদিজা পিউ।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় , এরপর বে এরিয়ার খুদে শিল্পীরা সমবেত সংগীত , নাচ ফ্যাশোন শো ও একক সংগীত পরিবেশন করেন।একক সংগীত পরিবেশন করে রাইদা খান, সাফোয়ান রহমান,আদ্রিমা , সচি রহমান, সুলতানা রহমান অনন্যা। অতিথি শিল্পীদের মধ্যে স্যাক্রামেন্টো থেকে আগত আবিদ হোসেন ও আহাবাব এবি সংগীত পরিবেশন করেন!অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে আগত নাদিয়া আহমেদ , সাজু খাদেম , আরফান বিপাশা নউরিন ও বাবনা কারীম অংশগ্রহন করেন। নৃত্য ও ফ্যাশন শো পরিচালনা করেন তাহরিনা আহমেদ রুমু ও অনুষ্ঠানের সর্বিক তত্তাবধানে ছিলেন সংগঠনের কালচারাল স্যাক্রেটারী সুলতানা রহমান অনন্যা এবং উপস্থাপনায় ছিলেন মাহি ও পুলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here