লোকসভা নির্বাচনকে ঘিরে ভারতের রাজনীতি জমজমাট। পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল। এই রাজ্যে আজ প্রচারাভিযানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি জলপাইগুড়ি ও কলকাতায় দুটি জনসভায় অংশ নেবেন। মোদীর চেয়ে পিছিয়ে থাকতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও আজ কোচবিহারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তারকা নেতাদের এই ডামাডোলে কংগ্রেসই বা নিস্প্রভ হয়ে থাকতে চাইবে কেনো? কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার নেতারা যথারীতি গান্ধী পরিবারকেই রাখতে চান প্রচারাভিযানের সামনে। বিশেষ করে প্রিয়াংকার প্রতিই যেনো বেশি আগ্রহ তাদের। তিনি অন্তত একটিবার আসুন, এটি দাবি নয়, আকুতিতে রূপ নিয়েছে। পিটিআইএনডিটিভি

পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, লোকসভা নির্বাচনে প্রচারের জন্যে শীর্ষনেতাদের একটি তালিকা এরই মধ্যে তৈরি করা হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াংকা ভদ্রকে এই প্রচারাভিযানে দেখতে চাইছেন দলের নেতারা। প্রিয়াংকাকে একবার যেনো পাঠানো হয়, এই অনুরোধ জানিয়ে এরই মধ্যে কেন্দ্রের কাছে চিঠি দেয়া হয়েছে বলে সোমেন মিত্র উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here