কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কথা বলছেন হাঁটু গেড়ে

0
1152

বাংলা খবর ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মনে করেন, একজন নাগরিক সবসময় সম্মানিত। এমনকি প্রধানমন্ত্রীর চেয়েও। আর তাই একজন নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রীও তার খোঁজ খবর নিতে পারেন।

কেউ টেরও পায়নি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজধানী থেকে স্কারবোরো এসেছিলেন। টেলিভিশনের খবর জানিয়েছে, মেয়র জন টরিকে সাথে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশি কমিউনিটির নেতা, লিবারেল পার্টির আবুল আজাদ ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে মাটিতে বসে নাগরিকদের সাথে কথা বলছেন। আর নাগরিকরা বসে আছেন চেয়ারে।

প্রধানমন্ত্রীর জন্য কেউ দাঁড়াননি পর্যন্ত। পেছনের দিকে একটি চেয়ারে বসে আছেন স্কারবোরো সাউথওয়েস্টের এমপি এবং মন্ত্রী বিল ব্লেয়ার। প্রধানমন্ত্রী ফ্লোরে হাঁটু গেড়ে বসে কথা বলছেন, আর স্থানীয় এমপি পেছনে বসে আছেন, নাগরিকের পাশে বেঞ্চে পায়ের উপর পা তুলে বসে আছেন সিটি মেয়র। চিত্রটা ভাবতে পারেন? কিন্তু এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী, এমপি, নাগরিক- আলাদা করার কোনো কারণ নেই। ফেসবুক থেকে সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here