সুদানের প্রতি সৌদির সমর্থন

0
541

সুদানের অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদের নেয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, সৌদি আরব জানিয়েছে- সুদানি জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ যেসব উদ্যোগ নিয়েছে, তার প্রতি রিয়াদের সমর্থন রয়েছে।

এসময়ে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে সুদানি ভাইদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে অস্থায়ী বেসামরিক সরকার গঠন করতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সুদানের নতুন সামরিক শাসক। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারকে পুরোপুরি উচ্ছেদের প্রতিশ্রুতি দিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদের রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ দুই বছর ক্ষমতায় থাকবে। কিন্তু বিক্ষোভকারীরা আরও দ্রুত পরিবর্তন দাবি করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here