মিশরে সরকারের মেয়াদ বাড়াতে শুরু গণভোট

0
702

মিশরে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সরকারের শাসনকে আরো সুদৃঢ় করতে শনিবার দেশটিতে গণভোট শুরু হয়েছে। খবর এএফপি’র।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও তিনদিনব্যাপী এই ভোট গ্রহণের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তনকে মঞ্জুর করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে আরব বিশ্বের সবচেয়ে বড় এ দেশে সিসির মেয়াদ অন্তত ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হবে।

ভোটের পর সংবিধান সংশোধন করে ৬৪ বছর বয়সী সিসি নতুন করে আরো ছয় বছর মেয়াদে দেশ শাসনের সুযোগ পাবেন।

এর মাধ্যমে বিচার বিভাগের ওপর তার নিয়ন্ত্রণও আরো বাড়বে এবং এটা সামরিক বাহিনীকে রাজনৈতিক ক্ষেত্রে অধিকতর প্রভাব বিস্তারের সুযোগ করে দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here