সৌদিতে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদ

0
72

সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আল-জাজিরা’র।

সৌদি আরবেড় রাজধানী রিয়াদ ছাড়াও মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ২ জনের অপরাধ এতই গুরুতর ছিল যে শিরচ্ছেদের পরে তাদের ক্রুসবিদ্ধ করা হয়।

উল্লেখ্য, অতি রক্ষণশীল সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্তদের শিরচ্ছেদ করা হয়। সৌদি সরকারি পরিসংখ্যান অনুসারে, এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছর এই সংখ্যাটা ১৪৯ ছিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here